ব্রাহ্মণবাড়িয়ায় আরও একজন করোনায় আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এবার এক তরুণ (১৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে ওই তরুণের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট আসে।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সানজিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই তরুণের বাড়ি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ জনে দাঁড়ালো। এর মধ্যে মারা গেছেন তিনজন।
এর আগে বুধবার (১৫ এপ্রিল) জেলার আখাউড়া উপজেলার এক নারী ও এক পুরুষের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ১৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০৭ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯০ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৮০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১১ জন। আইসোলেশনে আছেন ৯ জন।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান