ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যমুনায় নৌকাডুবিতে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৮ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও দুই নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। বেলা সাড়ে ১১টার দিকে অলিভিয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই নারী বগুড়ার সোনাতলা গ্রামের বাসিন্দা। নিখোঁজ দুইজনের বাড়িও বগুড়ার ধুনটে।

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ১৪ জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী পাড় হচ্ছিল। নৌকাটি বঙ্গবন্ধু সেতুর ১৪ নং পিলারের কাছে হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ডুবে যাওয়া নৌকাটির ১৪ জনের মধ্যে ১১ জন বিভিন্নভাবে তীরে উঠে আসে। তবে তিনজন নিখোঁজ ছিলেন। এর মধ্যে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল নৌকা ডুবির ঘটনায় বেশ কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ ছিল। এ কারণে শনিবার সকাল ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে আবার উদ্ধার অভিযান শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সোনাতলা গ্রামের অলিভিয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। যদিও এখন এক নারী ও শিশু নিখোঁজ রয়েছে। তবে তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর