ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যমুনায় নৌকাডুবিতে শিশুসন্তানের মৃত্যু, নিখোঁজ মা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৯ এপ্রিল ২০২০

যমুনা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় শিশুর মা রত্না বেগম এখনও নিখোঁজ।

রোববার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার শিশু রবিউল (৪) বগুড়ার সোনাতলা উপজেলার দিগলকান্দি গ্রামের রত্না বেগমের ছেলে। এর আগে শনিবার আলিফা (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

tangail-(1).jpg

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে ভূঞাপুরের বঙ্গবন্ধু সেতুর ১৪ নম্বর পিলারের কাছে হঠাৎ একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৪ জনের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা গেলেও তিনজন নিখোঁজ ছিলেন। শনিবার এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকাল থেকে তৃতীয়দিনের মতো অভিযান শুরু হয়। দুপুরে নিখোঁজ শিশু রবিউলের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও তার মা নিখোঁজ। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস