ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে ইমরুল কায়েসের বাবার দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ১২:৪১ পিএম, ২০ এপ্রিল ২০২০

মেহেরপুরে জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাসের (৬০) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে ঢাকা থেকে তার মরদেহ সদর উপজেলার উজলপুর গ্রামে পৌঁছায়। সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রশাসনের পক্ষ থেকে আগেই জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ফলে শুধুমাত্র পরিবারের সদস্যরা জানাজায় অংশ নেন।

এ সময় ইমরুল কায়েস তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান এবং দেশের দুর্যোগপূর্ণ এ মুহূর্তে সবাইকে নিয়ে জানাজা করতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

jagonews24

এদিকে সকাল থেকেই ইমরুল কায়েসের বাড়ির আশপাশসহ এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ করা যায়। পরে গ্রামের কবরস্থানে বানি-আমিনের মরদেহ দাফন করা হয়।

মেহেরপুরে পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, দেশের এ দুর্যোগপূর্ণ মুহূর্তে যাতে করোনাভাইরাস কোনোভাবেই ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষে এ ব্যবস্থা নেয়া হয়।

আসিফ ইকবাল/আরএআর/এমকেএইচ