সিঁড়ি থেকে পা পিছলে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
মাদারীপুরের শিবচরে ঘরের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে আলমাছ হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলমাছ হোসেন উপজেলার বাচামারা মৌলবীকান্দি গ্রামের কিনাই সিপাইর ছেলে।
পারিবারিক সূত্রে জানা, বিকেলে শিবচরের বিভিন্ন এলাকায় ঝড় হয়। এ সময় আলমাছের বসতঘরের পাশে বিদ্যুতের তারের ওপর একটি বাঁশ পড়ে যায়। আলমাছ বাঁশটি সরিয়ে দিতে যাওয়ার সময় অসাবধানতাবশত ঘরের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে মারাত্মক আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।
একে এম নাসিরুল হক/আরএআর/পিআর