১১ শর্তে শিবচরে দোকান খোলার অনুমতি
মাদারীপুর জেলার শিবচর উপজেলার সকল ব্যবসাপ্রতিষ্ঠান ১১ শর্তসাপেক্ষে ৭ মে থেকে সীমিত পরিসরে (বেলা ১১টা থেকে বিকেল ৪টা) খোলার অনুমতি দিয়েছে শিবচর উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর ১২টার সময় শিবচরের সকল প্রকার ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে পৌর মেয়র আওলাদ হোসেন খান এই ঘোষণা দেন।
এ সময় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়্যারম্যান, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীরা।
শিবচর পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান জানান, বর্তমানে শিবচরে করোনা ভাইরাসের সংক্রমণ নেই বললেই চলে। তাই সাধারণ মানুষ ও ব্যাবসায়ীদের কথা চিন্তা করে তাদের সঙ্গে আজ সকালে স্থানীয় প্রশাসন বসে এই সিন্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুসারে আগামী ৭ মে থেকে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।
তিনি আরও জানান, আমরা বাজার মনিটরিং করছি। যাতে দোকানদার এবং ক্রেতারা উক্ত শর্ত গুলো মেনে সাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলে। যেন আবারও শিবচরে কোরোনার সংক্রমণ না ঘটে।
শর্তগুলো হচ্ছে-
প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা থাকবে।
প্রত্যেক দোকানে দুই জনের বেশি কর্মচারী থাকতে পারবে না।
দোকানদারদের অবশ্যই মাস্ক, হ্যান্ড গ্লোবস ব্যবহার করতে হবে।
পণ্যের সঙ্গে ‘ফিক্সড প্রাইজ’ লিখে রাখতে হবে।
কোন দোকানদার যদি নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত মূল্য অথবা কম মূল্যে কোনো পণ্য বিক্রি করে তাহলে তার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
ক্রেতাদের অবশ্যই হাত ধুয়ে মাস্ক ব্যবহার করে দোকানে প্রবেশ করতে হবে।
কোনো দোকানে একসঙ্গে ০৪-০৫ জনের বেশি কাস্টমার প্রবেশ করতে পারবে না।
নির্দিষ্ট সময়ের বাইরে কোনো দোকান খোলা রাখতে পারবে না। খোলা রাখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুটপাতে কোনো দোকান বসানো যাবে না।
ক্রেতা এবং বিক্রেতা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখবে। নিজের ও নিজের পরিবারের সদস্যদের সাবধানতা অবলম্বন করবে।
নাসিরুল হকে/এফএ/এমকেএইচ