ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতের আগেই ডুবে গেছে ২০ গ্রাম

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২০ মে ২০২০

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জোয়ারের চাপে বরগুনার চার স্থানে বেড়িবাঁধ ভেঙে অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফসলের ক্ষেত এবং মাছের ঘেরসহ বাড়িঘর ডুবে গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলা গ্রামের একটি নির্মাণাধীন স্লুইসগেটের পাশের বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়। ৫ নম্বর আয়লা-পাতাকাটা ইউনিয়নের পায়রা নদীসংলগ্ন বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত আট গ্রাম। পাথরঘাটা উপজেলায় জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে আরও সাত গ্রাম তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সদর উপজেলার ছোট লবণগোলা ইউনিয়নের বাসিন্দা আব্দুল খালেক বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে আমাদের এখানে বেড়িবাঁধ সংস্কারের পাশাপাশি একটি স্লুইসগেট নির্মাণের কাজ চলমান। ঘূর্ণিঝড়ের প্রভাবে উঁচু জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে এখানের পাঁচ গ্রাম তলিয়ে গেছে।

বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কায়সার আহমেদ বলেন, বুধবার সকালে জোয়ারের চাপে জেলার বেশ কয়েকটি এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর আমরা পেয়েছি। ইতোমধ্যে আমরা ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করতে মাঠে নেমেছি। দুর্যোগকালীন লোকালয়ে পানি প্রবেশ প্রতিহত করতে জিওব্যাগের মধ্যে বালুভর্তি করে আমরা বেড়িবাঁধগুলো সংস্কার করছি।

Borguna

বরগুনা জেলা কৃষি অধিদফতরের উপপরিচালক রমিজুল রহমান বলেন, বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার খবর আমরা ইতোমধ্যেই পেয়েছি। লোকালয়ে পানি প্রবেশ করায় মৎস্য ও কৃষির ক্ষতি হয়েছে কি-না তা নিরূপণের জন্য কাজ করে যাচ্ছি আমরা।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, সকালে জোয়ারের চাপে বরগুনার কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর আমরা পেয়েছি। আমাদের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যেই সেসব বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা সংস্কার করে ফেলেছেন।

তিনি আরও বলেন, সকালের চেয়েও আজ রাতে জোয়ারের চাপ এবং উচ্চতা অনেক বেশি থাকবে। তাই এ বিষয়েও পানি উন্নয়ন বোর্ডকে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

মো. সাইফুল ইসলাম/এএম/পিআর