লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে হাসান মাহমুদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অপর আহত রাহাদকে (৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর গোতামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু গোতামারী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা গেছে, উপজেলার গোতামারী গ্রামে বাড়ির পাশে দুই ভাই খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পুকুরের পানি থেকে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে শিশু হাসান মাহমুদ মারা যায়। অপরদিকে, একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাহাদকে (৫) উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আমি ঘটনাটি জেনেছি।
রবিউল হাসান/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান