প্রেমে বাধা দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি
প্রেম করতে বাধা দেওয়ায় এলিনা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এলিনা খাতুন সদর উপজেলার শান্তিপাড়া স্কুল মোড় এলাকার গিয়াস উদ্দীনের মেয়ে এবং ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলিনা খাতুনের সঙ্গে প্রতিবেশি জুয়েলের প্রেমের সম্পক গড়ে ওঠে।
সোমবার সকালে দুজন একসঙ্গে গল্প করছিল। এসময় পরিবারের সদস্যরা দেখে ফেললে তার বাবা-মা বকা-ঝকা ও শারীরিক নির্যাতন করে। এতে সে অভিমান করে নিজ বসত ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, আমি আত্মহত্যার ঘটনাটি শুনেছি।
সালাউদ্দিন কাজল/ এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ