সুনামগঞ্জে বাড়ছে পানি বাড়ছে শঙ্কা
ভারতের পাহাড়ি ঢলে ও টানা বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও রাতে তা বেড়ে দাঁড়িয়ে ২৫ সেন্টিমিটার।
এ দিকে পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জ শহরের মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। শহরের উকিলপাড়া, কাজির পয়েন্ট, হোসেন বখত চত্বর এলাকার রাস্তাগুলোয় রাতে দিকে পানি ঢুকতে শুরু করেছে। এ ছাড়া শহরের উত্তর আরপিন নগর, বড়পাড়া, মল্লিকপুর পশ্চিম তেঘরিয়াসহ আরও কয়েকটি এলাকায় সুরমা নদীর পানি ঢুকে পড়েছে।
জেলায় বিকেলে বৃষ্টিপাত কম হলেও ভারতীয় পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি।

এদিকে জেলার দোয়ারাবাজার উপজেলার সাথে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অন্যদিকে বিশ্বম্ভপুর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
দ্বিতীয় দফায় এই বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পানি আরও বৃদ্ধি পেলে ত্রাণ সংকট দেখা দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।
উকিলপাড়ার বাসিন্দা আফজাল হোসেন জানান, কয়েকদিন আগেও বন্যার পানি আমার ঘরে ডুকে আসবাপত্রসহ জরুরি মালামালের অনেক ক্ষতি করে। আবার রাতেই পানি বাড়া শুরু করেছে। অনেকে জিনিসপত্র উপরে তুলে রাখছি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহিবুর রহমান জানান, বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সন্ধার পর পানি আরও ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
মোসাইদ রাহাত/জেডএ