ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিপৎসীমার উপরে তিতাস, বন্যার শঙ্কা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৭ জুলাই ২০২০

টানা বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তিতাস নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে সরাইল উপজেলার আজবপুর পয়েন্টে তিতাসের পানি বিপৎসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলা শহরে তিতাস নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হলেও গতকাল বৃহস্পতিবার থেকে সরাইল উপজেলার আজবপুর পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পয়েন্টে বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। তবে শুক্রবার সকাল থেকে সেটি বেড়ে ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে পানি বৃদ্ধির কারণে আজবপুরের আশপাশ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা জানান, তিতাসের পানি বাড়ায় সরাইলের হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তবে এখনও ঘর-বাড়িতে পানি ঢোকেনি।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বশেষ পরিমাপ অনুযায়ী আজবপুর পয়েন্টে তিতাস নদীর পানি বিপৎসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদীর আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুরুলিয়া পয়েন্টে তিতাস নদীর পানি শহর রক্ষা বাঁধ ছুঁয়ে প্রবাহিত হচ্ছে। যদি পানি আরও বাড়তে থাকে তাহলে বন্যা হতে পারে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর