পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে বাড়িতে ডেকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তুহিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল হাই ও তার ছেলেরা পলাতক।
বুধবার (২২ জুলাই) ভোরে বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ের দুর্গম চরাঞ্চল কীর্তিখোলা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তুহিন বড়ধুল গ্রামের আবুল কাশেমের ছেলে।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, বেশ কিছুদিন আগে কীর্তিখোলা গ্রামের আব্দুল হাই ও তার ছেলেরা তুহিনের কাছ থেকে ৭০ হাজার টাকা সুদের ওপর নিয়েছেন। সেই টাকা পরিশোধের জন্য তাদের কয়েক দিন ধরেই তাগাদা দিচ্ছিলেন তুহিন।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে তুহিনকে টাকা ফেরত দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান আব্দুল হাই ও তার ছেলেরা। এরপর রাতেই তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ আব্দুল হাইয়ের বাড়ির পেছনে ফেলে দেয়া হয়। স্থানীয়রা ভোরে মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি বাহাউদ্দীন ফারুকী।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস