ভৈরবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগরে আলভীন নামে দেড় বছর বয়সী শিশু ও পৌরশহরের কালিপুরে গোসল করতে নেমে পাপিয়া নামে দশ বছর বয়সী আরেক শিশুর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বধুনগর গ্রামের আরিজ মিয়ার ছেলে আলভীন খেলতে গিয়ে বাড়ির পাশে বর্ষার পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে সোমবার বিকেলে পৌর শহরের কালিপুর গ্রামের মামুন কমিশনারের বাড়ির পাশে ডোবায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় পাপিয়া। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। পাপিয়া কালিপুর গ্রামের খোকন মিয়ার মেয়ে।
ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু হিসেবে থানায় নথিভুক্ত করা হয়েছে।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে