ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরা উপকূলে আবারও বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২০ আগস্ট ২০২০

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের উপকূলীয় বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নেবুবুনিয়া এলাকার খোলপেটুয়া নদীর উপকূলরক্ষা বাঁধ ভেঙে যায়।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল ইসলাম বলেন, হঠাৎ করে নেবুবুনিয়া এলাকার ছয়টি স্থানের বাঁধ ভেঙে দুটি গ্রামের তিনশ একর চিংড়ি ঘের ভেসে গেছে। দুইশ বসতবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাঁধ আটকাতে না পারলে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মাসুদ রানা বলেন, নদীতে জোয়ারের চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে নেবুবুনিয়া এলাকার বাঁধ ভেঙে কিছু এলাকা প্লাবিত হয়েছে। বাঁধরক্ষার জন্য কাজ চলছে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম