পাশের বাড়ি থেকে ঘরে এসে মা দেখলেন পুকুরে সন্তানের লাশ
ফাইল ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ও কৈজুরিতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা ও কৈজুরি ইউনিয়নের জয়পুরা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের শাহালমের শিশুপুত্র নাহিদ (৭) ও কৈজুরি ইউনিয়নের জয়পুরা গ্রামের আব্দুস সালামের শিশুপুত্র রাফি (২)।
এলাকাবাসী জানায়, ব্রজবালা গ্রামের শিশু নাহিদ দুপুরে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর পানির ভেতর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই সময়ে কৈজুরি ইউনিয়নের জয়পুরার দুই বছর বয়সী শিশু রাফিকে ঘরে রেখে তার মা পাশের বাড়িতে যান। ঘুরে এসে রাফিকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে বন্যার পানিতে ভাসতে থাকে রাফি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক শফিকুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম