উপকূলীয় বাঁধ রক্ষায় শুষ্ক মৌসুমে কাজ করবে সেনাবাহিনী
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়ায় ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি প্লাবিত এলাকা পরিদর্শন ও স্থানীয়দের খোঁজখবর নেন।
এ সময় জেলা প্রশাসক নেবুবুনিয়ার ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারে স্বেচ্ছাশ্রমে কাজে নামা এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, উপকূলের মানুষের প্রাণ শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই দুর্যোগকালে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক মনে কাজ করে রিং বাঁধ মেরামত করতে হবে। এর কোনো বিকল্প নেই। আগামী শুষ্ক মৌসুমে সেনাবাহিনী টেকসই বাঁধ নির্মাণে কাজ করবে বলে জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এ সময় শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী, গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান শফিউল আযম লেলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস