ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাবাকে হত্যার পর এবার ছেলের বিরুদ্ধে ডাকাতি মামলা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৭ আগস্ট ২০২০

সাতক্ষীরার তালায় আলোচিত লুৎফর নিকারী হত্যাকাণ্ড ভিন্নখাতে নিতে হত্যা মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়েছেন আসামির বড় ভাই গোলজার সরদার। সাতক্ষীরা আমলী আদালত-৩ এ মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামি করা হয়েছে হত্যা মামলার বাদী ও সাক্ষীদের। মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তালা থানার ওসিকে নির্দেশনা দিয়েছেন বিচারক হাসান মুবারক মুনীম।

ডাকাতি মামলার বাদী তালার বারুইহাটি গ্রামের সরদার গোলজার মামলায় উল্লেখ করেন, গত ১৭ আগস্ট রাত ১১টার দিকে জেয়ালা নলতা গ্রামের সেলিম নিকারী, রুহুল আমীন নিকারী, আবু মুছা নিকারী, রফিকুল নিকারী, শহীদুল নিকারী, জিয়া নিকারী, আব্দুল হাই নিকারীসহ অজ্ঞাতনামা পাঁচজন তার ভাই আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ার রহমানের নলতা বিলে ১২০ বিঘার চিংড়ি ঘেরে জাল, বেড়জাল ও টানা জাল নিয়ে মাছ লুট করতে আসে। তারা রনি বিশ্বাস ও শিমুল মোড়লকে ঘেরের বাসায় আটকে রেখে মাছ ধরতে শুরু করে। পার্শ্ববর্তী ঘের থেকে পাহারাদাররা জানতে পারলে সশস্ত্র আসামিরা তাদের দিকে ছুটে যায়। ফলে তারাও ভয়ে চলে যায়। পরে আসামিরা পাঁচ মণ মাছ, দুটি টর্চ লাইট, নগদ ১৬ হাজার টাকা ও দুটি মোবাইল সেট নিয়ে চলে যায়।

সেলিম নিকারী ডাকাতি করতে গিয়ে ঘেরে ধরা পড়েছে এমন খবরে বাবা লুৎফর নিকারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আসামিরা লুৎফর নিকারীকে নির্যাতন করে হত্যার অভিযোগে সরদার মশিয়ার রহমান, রনি বিশ্বাস ও শেখ তুহীনের বিরুদ্ধে ১৮ আগস্ট তালা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সরদার মশিয়ার জেল হাজতে রয়েছেন।

তবে জেয়ালা নলতা গ্রামের নিহত লুৎফর নিকারীর ভাই ইন্নাত নিকারী জানান, আমার ভাইকে হত্যা করে এখন আবার ডাকাতি মামলা দিয়েছে। এই সন্ত্রাসীদের তাণ্ডবে তালার মানুষ আজ অতিষ্ট। সাধারণ গ্রামবাসীর নামেও মামলা দিচ্ছে। যাদের নামে ডাকাতি মামলা দিয়েছে এদের মধ্যে কেউ হত্যা মামলার বাদী আবার কেউ আমাদের গ্রামবাসী। হত্যার প্রতিবাদ করায় নিজেরা বাঁচতে এই মিথ্যে মামলা করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি গত ২৩ আগস্ট আদালতে একটি ডাকাতি মামলা হয়েছে। তবে মামলার কোনো কাগজপত্র বা আদেশ আজও (২৭ আগস্ট) থানায় আসেনি। যার কারণে বিস্তারিত বলতে পারছি না।

উল্লেখ্য, ১৭ আগস্ট রাত ১১টার দিকে তালার জেয়ালা নলতার নলবুনিয়া সরকারি খালের গেটে মাছ ধরতে গেলে জিয়ালা নলতা গ্রামের লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারীকে চোর সন্দেহে ব্যাপক মারপিট করেন তালা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ তুহিন হোসেন ও বারুইআটি গ্রামের রনি বিশ্বাস। খবর পেয়ে বাবা লুৎফর নিকারী ছুটে গেলে তাকেও মারপিট করে খালের পানিতে ফেলা দেয়া হয়। লুৎফর নিকারীকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এ ঘটনায় সরদার মশিয়ারকে আটক করে পুলিশ। ১৮ আগস্ট সেলিম নিকারী বাদী হয়ে আটক সরদার মশিয়ারসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম