গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীবেষ্টিত চরাঞ্চল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দুই শিশু হলো- উপজেলার হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে হাসান উল্যাহ (৫) ও কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের শামীম মিয়ার ছেলে সিফাত মিয়া (৪)।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, দিঘলকান্দি গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে সিফাত। বুধবার সকালে হাসান উল্যাহর সঙ্গে খেলতে গিয়ে দুইজনই নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে যমুনার তীরঘেঁষা ডোবা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করন।
জাহিদ খন্দকার/এএম/জেআইএম