ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এম আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী আজ

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক (মনোরত্তর) প্রাপ্ত সাবেক সংসদ সদস্য এম আব্দুর রহিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও বেলা ১১টায় সদর উপজেলার জালালপুরে মরহুম এম আব্দুর রহিমের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজনও করা হয়েছে।

এছাড়া বিকেল ৫টায় এম আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা শহর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে জেলা আওয়ামী লীগের বাসুনিয়া পট্টির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মসূচিতে অংশ নেয়ার জন্য এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, মরহুম জননেতা এম আব্দুর রহিম বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক কর্মমর্তা ডা, নাদিরা সলিতানার বাবা।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস