ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারী-পুরুষের মৃত্যু

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০

দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দেওগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার দেওগাঁ গ্রামের মৃত খলিলুল্লাহর ছেলে আব্দুল হালিম (৫৫) ও মালদহ পশ্চিমপাড়া গ্রামের তৈয়ব আলীর স্ত্রী শাবানা (৫৫)।

জানা যায়, আব্দুল হালিম সন্ধ্যার দিকে মাঠ থেকে গরু আনার জন্য যাচ্ছিলেন। আর শাবানা বোনের বাড়ি থেকে হেটে বাড়ি ফিরছিলেন। এ সময় দেওগাঁয়ে বৃষ্টিসহ বজ্রপাতের সৃষ্টি হলে তাদের শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই শাবানার মৃত্যু হয়। আহত অবস্থায় নবাবগঞ্জ হাসাপাতালে নেয়ার পর আব্দুল হালিম মারা যান।

নবাবগঞ্জ থানা পুলিশের ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমএএস/এমএস