পাকুন্দিয়ায় রেনুর দেড়শ সমর্থকের বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত রোববার আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর দেড়শ সমর্থকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. হাবিবুর রহমান বাদী হয়ে সোমবার পাকুন্দিয়া থানায় মামলাটি করেন। এতে কারও নাম উল্লেখ করা হয়নি।
পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেনুর এক থেকে দেড়শ অজ্ঞাতনামা সমর্থক উপজেলা পরিষদের সামনে তার ওপর হামলা করে তাকে মারধর করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু এবং কিশোরগঞ্জ-২ আসনের সরকারদলীয় এমপি নূর মোহাম্মদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
আইসিটি আইনে দায়ের হওয়া একটি মামলায় জামিন নিয়ে ওইদিন ঢাকা থেকে পাকুন্দিয়ায় আসেন রফিকুল ইসলাম রেনু। সমর্থকদের নিয়ে শোডাউন করে উপজেলা পরিষদে আসার সময় পরিষদের সামনে এমপি সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রকাশ্যে চলে অস্ত্রের মহড়া। এ ঘটনায় হাবিবুর রহমানসহ কয়েকজন সামান্য আহত হয়।
নূর মোহাম্ম/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’