বেনাপোলে পিস্তল ও গুলিসহ যুবক আটক
প্রতীকী ছবি
যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া বাজার থেকে সোমবার রাতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক মোস্তাফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের আলী আহম্মদের ছেলে। বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ জাগো নিউজকে জানান, থানায় খবর আসে মোস্তাফিজুর ভারত থেকে অস্ত্র এনে বোয়ালিয়া বাজারে বেচা কেনা করছেন। এমন সংবাদে সেখানে রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। রাতে তাকে থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
মো. জামাল হোসেন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি