কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফরিদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ ভবানীপুর গ্রামের মৃত ময়েন ফারাজির ছেলে।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে একজনকে পেটানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা ও রেজা মন্ডল সমর্থকদের সঙ্গে রাশিদুল ও লাবু শকাতি সমর্থকদের বিরোধ সৃষ্টি হয়। শনিবার সকালে রাশিদুল ও শকাতির লোকজন বাদশা ও রেজা মন্ডলের বাড়ি ঘিরে ভাঙচুর শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত ফরিদ হোসেনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি রাশিদুল-লাবু শকাতি পক্ষের লোক ছিলেন।
কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আল-মামুন সাগর/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা