ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আলুশূন্য বাজার!

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২০ অক্টোবর ২০২০

সিরাজগঞ্জের আড়ত ও খুচরা বাজারগুলোতে পাওয়া যাচ্ছে না নিত্যপ্রয়োজনীয় সবজি আলু। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। আড়তদাররা বলছেন আমদানি নেই। আর খুচরা বিক্রেতারা বলছেন সরকারি নির্দেশে আলুর মূল্য ৩০ টাকা নির্ধারণের পর থেকেই সিরাজগঞ্জে আলুশূন্য হয়ে পড়েছে বাজারগুলো।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শহরের গোলাশা রোডের আড়ত, বড় বাজার, স্টেশন বাজার, কালিবাড়ী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে আলুর দেখা মেলেনি।

এসএস রোডের বড় বাজারের খুচরা সবজি বিক্রেতা ইদ্রিস আলী বলেন, সরকারি ঘোষণা মোতাবেক আলুর মূল্য নির্ধারণ করা হয় ৩০ টাকা। কিন্তু আড়ত থেকে কিনে বাজার পর্যন্ত আসতে খরচ হয় ৩৮ টাকা। তাই এই আলু বিক্রি করা আমাদের পক্ষে অসম্ভব। শুধু তাই নয়, বেশি দামে আলু বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছেন।

সবজি ক্রেতা দুলাল উদ্দিন ও নুর হোসেনসহ অনেকেই বলেন, নিত্যপণ্যের মধ্যে আলু অন্যতম। কিন্তু সিন্ডিকেটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

jagonews24

গোলাশা রোডের মেসার্স তন্ময় এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শরিফুল ইসলাম জানান, সরকারি ঘোষণা মোতাবেক আলুর মূল্য নির্ধারণ করা হয় ৩০ টাকা।

পর্যাপ্ত পরিমাণে আলু কোল্ডস্টোরে রয়েছে। কিন্তু সরকার আলুর মূল্য নির্ধারণ করায় কোল্ডস্টোরের মালিকরা কম দামে আলু বাজারজাত করছেন না। এজন্য মোকাম থেকে আমরা আলু সংগ্রহ করতে পারছি না।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক (অতিরিক্ত) মো. তোফাজ্জল হোসেন জানান, ইতোমধ্যেই আলু ব্যবসায়ীরা জেলা প্রশাসককে মৌখিকভাবে জানিয়েছেন যে, আলু বেশি দামে কিনে কম দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব না। আলুর মূল্য আবার নির্ধারণ হলে আবার আমদানি করা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম