‘সব ধান ইঁন্দুরে খাইলে হামরা কি খামো’
জয়পুরহাটে মেটে ইঁদুরের আক্রমণে ধ্বংস হচ্ছে রোপা আমন ধানের খেত। ধান গাছের গোড়া, পেট ও আগা কেটে মিষ্টি থোর আর ধান খাওয়ার জন্যই রাতের পর রাত কৃষকদের জমিতে হানা দিয়ে চলেছে ইঁদুরের দল। শত চেষ্টাতেও প্রতিকার না পেয়ে নিরুপায় কৃষকরা এখন প্রায় দিশেহারা।
খেত থেকে দ্রুত ইঁদুর তাড়ানো না গেলে বা নিধন করা সম্ভব না হলে আসন্ন আমন মৌসুমে ফসলহানীর আশঙ্কা করছেন কৃষকরা।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি রোপা আমন মৌসুমে প্রায় সাড়ে ৭১ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে রোপা আমন ধান। দেশের অন্যান্য অঞ্চল বন্যা কবলিত হলেও জয়পুরহাট ছিল বরাবরের মতোই নিরাপদ।

এছাড়া রোগ-বালাই ও পোকা-মাকড়ের আক্রমণও তেমন নেই বলে আমন ধানের বাম্পার ফলনের দিন গুনছিলেন কৃষকরা। কোনো কোনো খেতে ধান গাছের পেটে রয়েছে থোড় ধান, কোনো খেতে দেখা দিয়েছে দুধের মতো কচি ও নরম ধান, আবার কোনো খেতের ধান কাঁচা-পাকা। এই ধানগুলো খাওয়ার জন্য ইঁদুররা প্রতি রাতে হানা দেয় ধানখেতগুলোতে।
এই উপজেলার পুরানাপৈল রেলগেট এলাকার বর্গাচাষী ওয়াহেদ মিয়া বলেন,‘ ইঁন্দুরেরা ধান কাটে কুটে লিয়ে যাছে, অনেক কিছু করোছি বাপু। কিন্তু ইঁন্দুরের সঙ্গে পারে উঠি না, কী খায়্যা বাঁচমো? সব ধান ইঁন্দুরে খাইলে হামরা কি খামো?’

একই উৎকণ্ঠা জানিয়ে তেঘর এলাকার খোকন হোসেন, আদর্শ পাড়ার রুহুল আমিন, নান্নু মিয়া, ভাদসা হরিপুর গ্রামের আনিছুর রহমান, কুটিবাড়ী এলাকার আবু জাহেরসহ অনেক কৃষক জানান, এসব ইঁদুর রাতে ধানখেতে ঢুকে ধান গাছের গোড়া কেটে দেয়, ধান গাছের পেট থেকে মিষ্টি থোড় ধান খায়, আবার যেসব খেতে কাঁচা বা পাকা ধান রয়েছে সেগুলোও খায়। এছাড়া ইঁদুরেরা যা খায় তার চেয়ে ক্ষতি করছে বেশি।
পাঁচবিবি উপজেলার কড়িয়া হাজিপুর গ্রামের দুলাল হোসেন, ফিসকাঘাট গ্রামের আহসাস হাবিব, কালাই উপজেলার মন্ডলপাড়ার আতাউর রহমানসহ অনেকে জানান, স্থানীয় ভাষায় এই ইদুঁরদের গেছো বা মেটে ইঁদুর বলে। এই জাতের ইঁদুররা আকৃতিতে বাড়ি-ঘরের ইঁদুরের চেয়ে একটু বড়। এই ইঁদুরগুলো পানিতে সাঁতার কাটতে পারে বলে পানি ভরা খেতেও ঢুকে ফসল নষ্ট করছে। ধানখেতে কীটনাশক বা ইঁদুর মারার বিষ ব্যবহার করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। তাই ইঁদুর নিধনে জেলা কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ইঁদুর অতি চালাক প্রাণী বলে এর নিধন এখনও সম্ভব হয়নি। তবে ইঁদুরের আক্রমণ থেকে আমন ধানখেত রক্ষা করতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘চলতি মৌসুমে রোপা আমন ধানের মধ্যে শতকরা ৪৫ ভাগ ধানখেতে কাঁচা ধান দেখা যাচ্ছে। এ অবস্থায় ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। ইঁদুর যা খায় তার চেয়ে শতকরা ৯০ ভাগই নষ্ট করে, এ অবস্থায় ধানক্ষেতগুলোতে ইঁদুর মারার জন্য বিষটোপ ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া আগামী ৬ নভেম্বর পর্যন্ত ইঁদুর নিধন কর্মসূচিও চলবে।’
রাশেদুজ্জামান/এফএ/এমএস