ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে পাচারের সময় দুই কাভার্ডভ্যান ভর্তি সেগুন কাঠ আটক

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০৪ নভেম্বর ২০২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় দুটি কাভার্ডভ্যান থেকে ১০ লাখ টাকা মূল্যের ৫শ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে সামাজিক বন বিভাগ।

ফেনীর বিভাগীয় সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাকসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ কাঠ পাচার ঠেকাতে ফেনীর মহিপালে মহাসড়কের ঢাকামুখী লেইন তল্লাশি চালায় বিভাগীয় সামাজিক বন বিভাগ।

রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের তত্বাবধানে মঙ্গলবার ভোর রাতের দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সন্দেহজনক কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়।

Feni-Wood-Atok

এ সময় দুটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো-ট-২২-৮৭৬৮) ও (ঢাকা মেট্রো-ড-১৪-০৮৯৩) বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়। একই সঙ্গে কাভার্ডভ্যানগুলোও আটক করা হয়।

উদ্ধারকৃত অন্তত ৫শ ঘনফুট কাঠের বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করেছে বন বিভাগ।

বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা তপন কুমার দেবনাথ জানান, জব্দকৃত কাঠ ও কাভার্ডভ্যানের বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। কাঠ পাচার ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

রাশেদুল হাসান/এমএএস/পিআর