ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাপ্তাই হ্রদে প্রাণ গেল ২ বন্ধুর

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১১ নভেম্বর ২০২০

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে বন সংরক্ষকের পুত্রসহ দুই কিশোর প্রাণ হারিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে শহরের কেরানীপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই কিশোর হলেন আদনান নূর (১৫) ও অংকন (১৪)। এদের মধ্যে আদনান নূর রাঙামাটির বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে শহরের কেরানী পাহাড় এলাকায় বন সংরক্ষকের বাংলোর কাছেই কাপ্তাই হ্রদে গোসল করতে নামে আদনান ও তার বন্ধু অংকন। কিন্তু দীর্ঘসময়েও তাদের খোঁজ না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডুবুরি এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের সদস্য নিপন চাকমা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তল্লশি শুরু করে ডুবুরি দল। এক পর্যায়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর দুই কিশোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।

এএইচ/জেআইএম