স্ত্রীসহ হুইপ স্বপন করোনায় আক্রান্ত
জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর অগে তার স্ত্রী মেহবুবা আলমও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ফেসবুকে পোস্ট দিয়ে এমপি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়ার পর রাতে তার করোনা শনাক্ত হয়।
হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকত জানান, গত ৫ নভেম্বর তার স্ত্রী মেহবুবা আলমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই তিনি বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে কিছুটা অসুস্থ বোধ করেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এরপর তার জ্বর আসায় করোনা পরীক্ষা করার জন্য সকালেই নমুনা জমা দেন। এরপর রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
স্ত্রীসহ হুইপ স্বপন চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
রাশেদুজ্জামান/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ২ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ৩ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা
- ৪ ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
- ৫ শ্রীমঙ্গলে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত