ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রমিক নেতা হাজী আনছার আলী আর নেই

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০১:০৯ এএম, ১৪ নভেম্বর ২০২০

শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার বিশিষ্ট শ্রমিক নেতা সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাতবারের নির্বাচিত সাধারণ সম্পাদক হাজী আনছার আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আনছার আলী মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের লোকজন মরহুমের মরদেহটি নিয়ে ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার বাদ জোহর সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে কান্দাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমের জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলমানসহ আত্মীয়-স্বজনদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর