ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৫ নভেম্বর ২০২০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় হানজালাল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই ট্রাক্টর চালকের নাম মেহেদী হাসান (২৩) বলে জানা গেছে।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হানজালাল উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাক্টর দিয়ে রাস্তার পাশে থাকা জমি চাষ করছিলেন মেহেদী। জমি চাষ শেষে ট্রাক্টরটি রাস্তার ওপরে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হানজালালকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

মো. মাসুদ রানা/এসআর/এমকেএইচ