ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুমন্ত স্বামী-স্ত্রীকে চেতনানাশক স্প্রে করে বাসায় চুরি

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৬ নভেম্বর ২০২০

কিশোরগঞ্জে বাসার গ্রিল কেটে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এই দম্পতির নাম সুজন মিয়া (৩৬) ও লিজা আক্তার (৩২) বলে জানা গেছে।

তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান মো. সুজন মিয়া ও তার স্ত্রী লিজা আক্তার রোববার রাতের খাবার খেয়ে ভাড়া বাসায় ঘুমিয়ে পড়েন। একই বিল্ডিংয়ে থাকা অন্য তিনটি বাসার লোকজন সোমবার সকালে ঘুম থেকে উঠে দরজা খোলার সময় টের পান সবকটি দরজা বাইরে থেকে আটকানো। পরে তারা এসে দরজা খুলে দেয়। এ সময় সুজনের ঘরের সামনের দিকে দুটি গ্রিল কাটা দেখা যায়।

Churi

এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। ঘরে ঢুকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

অন্য বাসার বাসিন্দারা জানান, দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। তবে স্বামী-স্ত্রী উভয়ই অচেতন অবস্থায় থাকায় ঠিক কত টাকা ও কী পরিমাণ স্বর্ণালংকার লুট করা হয়েছে তা জানা যায়নি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নূর মোহাম্মদ/এসআর/পিআর