ফেনীতে ৩০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
ফেনীতে ৩০টি স্বর্ণের বারসহ নুরুল ইসলাম নামের এক পাচারকারীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর প্রবেশপথ রামপুর থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামপুর রাস্তার মাথায় চট্টগ্রামমুখী লাইনে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালানো হয়।
এ সময় চট্টগ্রাম থেকে আসা ফেনী প্রবেশমুখী একটি প্রাইভেটকার (চট্ট-মেট্রো-খ ১১-২০৪৫) তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একশ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য দুই কোটি ১০ লাখ টাকা।
এ ঘটনায় চালক মো. নুরুল ইসলামকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামালসহ নুরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
রাশেদুল হাসান/এএইচ/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ