ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় দুই দিন পর বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০২:৪০ এএম, ২০ নভেম্বর ২০২০

নওগাঁর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু করেছেন পরিবহন মালিকরা। সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগে দুইদিন এ রুটে বন্ধ ছিল বাস চলাচল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আবদুল মান্নানসহ জেলা মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় বাস মালিক গ্রুপ।

জানা গেছে, চাঁদাবাজি ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সঙ্গে পাবনা ও কিশোরগঞ্জের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। নওগাঁ-পাবনা ও নওগাঁ-কিশোরগঞ্জ রুটে কোনো পরিবহন ছিল না। সম্প্রতি নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের দুটি বাস এ রুটে চলাচল শুরু করে।

তবে পাবনা থেকে বাস চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পাবনার পরিবহন মালিক ও শ্রমিকরা গত ১৫ নভেম্বর নওগাঁ রুট দখলে নেয় এবং বাস চলাচল বন্ধ করে দেয়। এছাড়া রুট নিয়ন্ত্রণের নামে তারা চাঁদা দাবি করে। এ কারণে ১৭ নভেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের সকল বাস চলাচল বন্ধ করা হয়।

নওগাঁ পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস না চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাস ও জনস্বার্থে চলমান ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নেয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে।

জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, পরিবহন খাতে দুটি পক্ষের দ্বন্দ্বের জেরে সাধারণ মানুষকে জিম্মি করে কোনো দাবি আদায় করা যায় না, এটা সবাইকে বুঝতে হবে। এ জন্য আমরা আন্তরিকভাবে বাসমালিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান করেছি। তারা সেই আহ্বানে সাড়া দিয়ে ধর্মঘট না করার সিদ্ধান্ত নেয়ায় তাদের ধন্যবাদ জানাই।

আব্বাস আলী/বিএ