চিত্রা নদীতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চিত্রা নদীতে ডুবে হুসাইন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে কালীগঞ্জের নিশ্চিন্তপুর এলাকার চিত্রা নদীতে পড়ে তার মৃত্যু হয়। মৃত শিশু হুসাইন একই এলাকার নাহিদ হোসেনের ছেলে।
শিশুটির বাবা নাহিদ হোসেন জানান, সকাল ৯টার দিকে বাড়ির পাশে খেলা করছিল হুসাইন। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর বাড়ির পাশে চিত্রা নদীতে হুসাইনের মরদেহ ভেসে ওঠে। এরপর তার মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসএমএম/এমকেএইচ