শাক কেড়ে নিল কৃষকের প্রাণ
শাকভর্তি ইজিবাইক নিয়ে বাজারে যাচ্ছিলেন আমির রশিদ নামে এক কৃষক। পথে বাতাসের তোড়ে পড়ে যাচ্ছিল কিছু শাক। পড়ন্ত শাক ধরতে গিয়ে চলন্ত ইজিবাইক থেকে রাস্তায় পড়ে যান। এতে বাইকের চাকায় চাপা পড়ে প্রাণ হারান ওই কৃষক।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির রশিদ (৪৫) খরুলিয়ার সুতার চর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি মো. আসলাম হোসেন জানান, শাকভর্তি ইজিবাইক নিয়ে আমির রশিদ বাংলাবাজারে বিক্রি করার জন্য যাচ্ছিলেন। চলন্ত ইজিবাইক থেকে পড়ে যাওয়া শাক ধরতে গিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এসময় ইজিবাইকের চাকা মাথার ওপর দিয়ে গেলে আহত হন রশিদ। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান