স্কুলছাত্রীকে দেড় মাস ধরে ধর্ষণ, ইউপি মেম্বার রিমান্ডে
বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের পর প্রায় দেড় মাস ধরে ধর্ষণের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি ফজলুল হক বাবুকে (৪৫) দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ধুনট থানা থেকে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফজলুল হক বাবু উপজেলার গোপালনগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি দেউড়িয়া গ্রামের সামসুল হকের ছেলে।
এর আগে শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে বগুড়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দেউড়িয়া গ্রামের এক কৃষকের মেয়ে গোপালনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। ওই স্কুলছাত্রীকে একই গ্রামের মজিবর রহমানের ছেলে মাসুদ রানা গোপালনগর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বিএনপি নেতা ফজলুল হক বাবুর সহযোগিতায় ১৬ জুলাই গ্রামের রাস্তা থেকে অপহরণ করেন। স্কুলছাত্রী ওইদিন সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী কুনকইনা গ্রামে নানার বাড়ি যাওয়ার উদ্দেশে বের হয়েছিল।
এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ১২ আগস্ট ধুনট থানায় একটি মামলা করেন। ওই মামলায় মাসুদ ও ফজলুল হকসহ সাতজনকে আসামি করা হয়।
গত ২৫ সেপ্টেম্বর ওই স্কুলছাত্রীকে সিরাজগঞ্জের চান্দাইকোনা বাজার এলাকা থেকে উদ্ধার করেন তার স্বজনরা। উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষায় তার ধর্ষণের প্রমাণ মিলেছে।
মামলার বাদী জানান, ইউপি সদস্য ফজলুল হক বাবু থানার তদন্ত কর্মকর্তার যোগসাজশে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তাতে রাজি না হওয়ায় তার পরিবারকে চার মাস ধরে সমাজচ্যুত করা হয়েছে। অপহরণের পর প্রায় দেড় মাস ধরে আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করেন ইউপি সদস্য ফজলুল হক বাবুসহ দুজন।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, কোনো এক স্থানে আটক রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। সেই স্থানের নাম জানতে এবং মামলার প্রধান আসামির অবস্থান জানার জন্য ফজুলল হক বাবুকে রিমান্ডে নেয়া হয়।
এসআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন
- ২ রাজনীতিকে শুধু মিছিল-মিটিং, দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না
- ৩ ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল
- ৪ চিরকুট লিখে নবজাতককে অচেনা নারীর কোলে রেখে গেলেন মা
- ৫ সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু