অবৈধ গ্যাস সংযোগ নেয়ায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ফাইল ছবি
ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ নেয়া ও অতিরিক্ত গ্যাসের চুলা ব্যবহারের দায়ে দুই বাড়িওয়ালাকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ ডিসেম্বর) ফেনী শহরের বারাহীপুর এলাকার নাজির রোডে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন ফেনী শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুলা ব্যবহার করে আসছে একটি অসাধু চক্র। এই অভিযোগে ফেনী শহরের বারাহীপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনুমতি ছাড়া ১০টি চুলায় গ্যাস ব্যবহারের দায়ে শামসুল আলম নামের এক বাড়ির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এছাড়া অভিযানে রহমান ম্যানশনে দুই চুলার অনুমোদন নিয়ে ১০ চুলায় গ্যাস ব্যবহার করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের ম্যানেজার মো. সাহাব উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রাশেদুল হাসান/এসআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ