ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ধানসুড়া-আড্ডা আঞ্চলিক মহাসড়কের রামকুড়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ (৪৮) এর বাড়ি উপজেলার পারইল ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ধানসুড়া বাজার থেকে নিয়ামতপুরের দিকে একটি ট্রাক যাচ্ছিলো। অপরদিকে মোটরসাইকেল করে তিনজন আরোহী রামকুড়ার দিক থেকে এসে ধানসুড়ার রাস্তায় উঠার সময় ওই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় তিনজন আরোহী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আজাদ মারা যান।
স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। চালক ও তার সহযোগীসহ ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
আব্বাস আলী/এসএমএম/জেআইএম