ফতুল্লায় যুবককে আটকে রেখে চাঁদা দাবি, গ্রেফতার-২
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইটভাটায় হাফিজুল ইসলাম নামের এক যুবককে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদার দাবিতে মারধর করায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) ফতুল্লার নন্দলালপুর এলাকার অলি হাজির ইটভাটায় অভিযান চালিয়ে হাফিজুল ইসলামকে উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন-পাগলা বউবাজার এলাকার মোক্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া সামাদের ছেলে রাব্বি ও একই এলাকার সায়েমের বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে মিজান। এ ঘটনায় হাফিজুল ইসলাম বাদী হয়ে তাদেরসহ অজ্ঞাত চারজনের নামে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, হাফিজুল ইসলামের বাড়ি সাতক্ষীরার রইছপুরে। তার বড় ভাই আশরাফুল ইসলাম আগে ফতুল্লার নন্দলালপুর এলাকায় অলি হাজির ইটভাটায় লেবার সরদারের কাজ করতো। এক মাস ধরে বড় ভাইয়ের সঙ্গে হাফিজুলের যোগাযোগ নেই। শুক্রবার হাফিজুল নন্দলালপুর এলে জানতে পারেন তার ভাই আশরাফুল নন্দলালপুর এলাকায় ঋণ করে বাড়িতে চলে গেছে। এরপর সোমবার হাফিজুল ওই ইটভাটায় গেলে রাব্বি ও মিজানসহ আরও চারজন মিলে হাফিজুলের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে হত্যার হুমকিও দেয়া হয়। ওই সময়ে তারা হাফিজুলের কাছ থেকে দুই হাজার টাকাও নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে তাকে উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
শাহাদাত হোসেন/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোট প্রচারে ইমামদের সহযোগিতা চাইলেন রিটার্নিং কর্মকর্তা
- ২ ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ১০ যুবক নিখোঁজ, দিশেহারা পরিবার
- ৩ ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ারের বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
- ৪ নির্বাচন ঘিরে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা
- ৫ নুরের হয়ে কাজ করায় ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ মামুনের বিরুদ্ধে