ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিন্দুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

ইমাম হোসাইন সোহেল | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার ১ নং সিন্দুরপুর ইউনিয়নের ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ৮ ডিসেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সিন্দুরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের এই বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ।

সিন্দুরপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরনবীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধক ছিলেন দাগনভূঁইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সহ-সভাপতি ইকবাল মাহমুদ সৈকত, যুগ্ন সম্পাদক এম এ নাঈম, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. ইমন। প্রধান বক্তা ছিলেন দাগনভূঁইয়া উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান অপু।

bcl

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা যুবলীগের সভাপতি, দাগনভূঁইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী জেলার প্রথিতযশা আইনজীবী এডভোকেট সাহজাহান সাজু, কেন্দ্রীয় ছাত্রলীগ কার্যনির্বহী কমিটির সাবেক সদস্য সুমন চন্দ্র ভৌমিক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শফিকুর রহমান প্রমুখ।

সম্মেলন উপলক্ষে পুরো সিন্দুরপুর ইউনিয়নে সাজসাজ রব তৈরি হয়। সম্মেলনস্থান ঘিরে তৈরি করা হয় সুদৃশ্য প্যান্ডেল, সাজসজ্জা। জাঁকজমকপূর্ণ এই সম্মেলনে উপস্থিত হন ১ নং সিন্দুরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও বিভিন্ন গ্রাম থেকে ছাত্রলীগের কয়েক হাজার নেতা-কর্মী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ বলেন, ফেনীকে সমৃদ্ধ জেলা এবং উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে কাজ করে যাচ্ছে জেলা ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ছাত্রলীগ। ফেনী জেলা ছাত্রলীগও একইভাবে সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।

BCL

তিনি আরো বলেন, ৯টি ওয়ার্ড এবং বিভিন্ন গ্রাম থেকে আগত এই যে ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মী, আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের সাহস। সংগঠনকে এগিয়ে নিতে আপনারাই আমাদের অনুপ্রেরণা।

দাগনভূঁইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, ‘ফেনী জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিটি ইউনিটকে শক্তিশালী করার লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করেছে, তারই প্রতিফলন হচ্ছে এই সম্মেলন। যে কারণে ফেনী জেলায় ছাত্রলীগ আরও অনেক বেশি ঐক্যবদ্ধ হয়েছে, শক্তিশালী হয়েছে।’

BCL

তিনি আরো বলেন, ‘ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে এবং নেতৃত্বে জেলা ছাত্রলীগকে আরও শক্তিশালী এবং সুসংগঠিত করার লক্ষ্যে সাংগঠিক কাঠামো মোতাবেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অতীতে ফেনী জেলা ছাত্রলীগ ছাত্রলীগের গতিতে চলেনি। নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে সেই গতিতে এখন ছাত্রলীগ চলমান। সিন্দুরপুরে সেই ছাত্রলীগ চাই, যে ছাত্রলীগ বঙ্গবন্ধুকে ভালোবাসে। এই ছাত্রলীগ যেন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে। আমরা সেই ছাত্রলীগ চাই না, যে ছাত্রলীগের কারণে, আচরণে আওয়ামীলীগের বদনাম হবে। ছাত্রলীগ কখনো লোভি হতে পারবে না। তারা হবে নির্লোভ।’

আইএইচএস/