পাবনায় আওয়ামী লীগ প্রার্থীদের জয়
বৃহস্পতিবার পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই স্থানেই জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।
ঈশ্বরদীতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
তিনি পেয়েছেন ৯৭ হাজার ২১২ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী আজমল হোসেন সুজন পেয়েছেন ২ হাজার ২১৭ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী গাউসুল আজম পেয়েছেন ১ হাজার ৭২ ভোট।
অপরদিকে বেড়ায় আওয়ামী লীগ প্রার্থী রেজাউল হক বাবু ৯৭ হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী রইচ উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৫১১ ভোট। জাতীয় পার্টির আলী আহাদ পেয়েছেন ৮৮২ ভোট।
উপনির্বাচনে বেড়ায় ৪ জন এবং ঈশ্বরদী উপজেলায় ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বেড়ায় মোট ভোটার ২ লাখ ৩ হাজার ৮০২ জন। মোট ভোটকেন্দ্র ৬৮। ঈশ্বরদী উপজেলায় মোট ভোটর ২ লাখ ৫৪ হাজার ২৪৮ জন এবং মোট ভোটকেন্দ্র ৮৪টি।
প্রসঙ্গত ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুজ্জামান বিশ্বাস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে পাবনা-৪ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করায় ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
এছাড়া বেড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের(৭০) করোনা আক্রান্ত হয়ে গত ১০ সেপ্টেম্বর মারা যান। পরে ওই উপজেলায় নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
আমিন ইসলাম/এফএ/এমএস