ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এমপির উদ্যোগ, শিক্ষকের বকা থেকে বাঁচলেন ৩০ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৫:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০২০

কুমারখালী উপজেলার মালিয়াট গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থী তমাকে প্রতিদিন তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে তেবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। আবার স্কুল শেষে বাড়ি ফিরতে হয় পায়ে হেঁটেই। তমার মত ওই বিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থীকে মাইলের পর মাইল পায়ে হেঁটে বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ।

শিক্ষার্থীদের কষ্ট লাঘবে শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরির সামনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ হতদরিদ্র শিক্ষার্থীকে সাইকেল তুলে দেন। একই সঙ্গে নিজস্ব অর্থায়নে উপজেলার ১১ স্কুলে বেঞ্চ উপহার দেন তিনি।

jagonews24

সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, কোমলমতি এসব শিক্ষার্থীরা পায়ে হেঁটে বিদ্যালয়ে যাওয়া-আসা করে জেনে খারাপ লেগেছে। তাই উপহার হিসেবে সাইকেল দিয়েছি। সাইকেল পেয়ে ওদের খুশি দেখে আমার খুব ভালো লাগছে।

jagonews24

তেবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও বড় মালিয়াট গ্রামের তমা জানায়, প্রতিদিন সাড়ে তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এতদিন অনেক কষ্ট করতে হয়েছে। পায়ে হেঁটে স্কুলে পৌঁছাতে অনেক সময়ই দেরি হতো। ফলে শিক্ষকদের বকা শুনতে হতো। এখন আর দেরি হবে না। সাইকেল চালিয়ে সময়মতো স্কুলে পৌঁছাতে পারব।

jagonews24

এ সময় কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এএইচ/জেআইএম