ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৪:২২ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।

সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম।

jagonews24

এর আগে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ক্যাম্পেইন সফল করতে প্রেস ব্রিফিং করা হয়। এখানে হাম-রুবেলা ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজউদ্দৌলা পলিন, জেলা ইপিআই সুপারভাইজার মো. হাসিবুর রহমান শাহ প্রমুখ।

প্রেস ব্রিফিং এ বলা হয়, জেলায় নয় মাস থেকে দশ বছর পর্যন্ত প্রায় আড়াই লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। তবে স্বাস্থ্যকর্মীদের আন্দোলণের কারণে অপাতত পঞ্চগড় পৌরসভার মাধ্যমে আট হাজার ৯৮১ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া শুরু হচ্ছে। এছাড়াও ক্রমান্বয়ে জেলার ৪৩ ইউনিয়নের ৭২টি কেন্দ্রের মাধ্যমে টিকাদান সম্পন্ন করা হবে।

সফিকুল আলম/এসএমএম/এমকেএইচ