ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কনকনে হিমেল বাতাসে কাবু পঞ্চগড়বাসী

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ১১:৫৫ এএম, ২১ ডিসেম্বর ২০২০

উত্তরের জনপদ পঞ্চগড়ে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সোমবারও সকাল থেকে কুয়াশা কমে সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারদিকে। কিন্তু উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। চারদিন ধরে টানা শৈত্যপ্রবাহে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে বয়স্ক ও শিশুরা সর্দি, কাশি, ডায়রিয়াসহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন।

jagonews24

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সিরাজউদ্দৌলা পলিন বলেন, প্রতি বছর শীতকালে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, নিউমনিয়া ও ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দেয়। এবারও এর ব্যতীক্রম ঘটেনি।

এবার শীতজনিত নানা সমস্যায় রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছ। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে অসংখ্য শীতজনিত রোগী প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছেন।

সফিকুল আলম/এফএ/জেআইএম