ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এমপির বিরুদ্ধে বিএনপির গণসংযোগে হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৪ ডিসেম্বর ২০২০

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদসহ ৪ জন আহত হয়েছেন।

বুধবার বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তৌহিদুল ইসলাম তার বাসায় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার দুপুরে পৌরসভা এলাকার জালাসি ও হঠাৎপাড়ায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন বিএনপি প্রার্থী বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম। এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের নির্দেশে লাঠিসোটা নিয়ে মনির, রাজু এবং যুবলীগকর্মীসহ কয়েকজন উশৃঙ্খল যুবক তাদের ওপর হামলা করে।

এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ ৪ জন আহত হন।

সংবাদ সম্মেলনে বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় যুবদলের সদস্য মো. রইসউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল, সদস্য সচিব নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির মেয়র প্রার্থী তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের নির্দেশে এই হামলা হয়েছে। তিনি নিবাচনী আচরণবিধি লঙ্ঘন করে মঙ্গলবার স্থানীয় হিমালয় পার্কে সভা করেছেন। এছাড়া তিনি পৌর এলাকার দর্জিপাড়া, মিঠাপুকুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান বলেন, সংসদ সদস্য মজাহারুল হক প্রধান কোথাও কোনো সভা বা নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

জালাসী এলাকার গণসংযোগে বিএনপি প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীকে ‘মহিলা’ বলার কারণে সেখানকার নারী সমর্থকরা ক্ষেপেছিলেন। সেখানে কোনো ছাত্রলীগ বা যুবলীগ কর্মী ছিল না। বিএনপি প্রার্থীর পায়ের নিচে মাটি নেই বলেই এমন আবোল তাবোল কথা বলছেন।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, এটা তাদের পুরাতন অভ্যাস। যখন তাদের অবস্থা খারাপ দেখেন, তখন তারা এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন। ধানের শীষের প্রার্থী অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি কোনো নির্বাচনী কাজে সম্পৃক্ত নই। দলীয় প্রার্থীর পক্ষেও কোনো কাজ করছি না।

সফিকুল আলম/এফএ/এমকেএইচ