ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুজিববর্ষে পাবনায় শীতবস্ত্র বিতরণ করলেন প্রতিরক্ষা সচিব

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০

পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বীর মক্তিযোদ্ধা এবং অন্যান্য সদস্যদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি।

পাবনা ও সিরাজগঞ্জ জেলার সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ২৪ মুক্তিযোদ্ধা এবং ৭৬ জন অন্যান্য সদস্যের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব মেজর (অবঃ) একেএম আনিসুর রহমান।

পরে প্রতিরক্ষা সচিব জেলা সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয় পরিদর্শন এবং কার্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন।

আমিন ইসলাম/এফএ/এমকেএইচ