ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রমিক নির্যাতন বন্ধ না হলে পাবনায় পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০

অবৈধভাবে চাঁদা আদায় বন্ধ ও শ্রমিক নির্যাতনের বিচার না হলে পাবনায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দিয়েছে পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ এ হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ তিন বছর ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরের কতিপয় মালিক শ্রমিক যৌথ তৎপরতায় পাবনার বাস-ট্রাক পরিবহন ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারীদের লাঞ্ছিত করে আসছে। পরিবহনের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় এবং চাঁদা না দিলে শাহজাদপুরের ওপর দিয়ে এ অঞ্চরের যানবাহন চলাচলে বাধা দেয়া হচ্ছে। এসব ঘটনা পাবনার পরিবহন ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দের মাধ্যমে সিরাজগঞ্জ ও পাবনা জেলা প্রশাসন আগে থেকেই অবগত আছেন।

বিষয়টি নিরসনে বাংলাদেশ বাস-ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে যৌথভাবে শাহজাদপুর মালিক-শ্রমিককে সতর্ক করে দেয়া হয়। কিন্তু ২ সপ্তাহ ধরে একইভাবে বাধা দেয়ায় গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) থেকে পাবনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস ওই রুটে চলাচল বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে এই সমস্যার সমাধান না হলে পাবনায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হবে। পাবনা জেলার ওপর দিয়ে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কোনো জেলার পরিবহন চালাচলা করতে দেয়া হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল এহসান খান রেয়ন, সহসভাপতি খোকন মালিথা, বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক হাজী শরীফ, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান, ট্রাক শ্রমিক সভাপতি মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক ইসহাক আলীসহ জেলার পরিবহন সংশ্লিষ্ট সব সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ সন্ধ্যায় জাগো নিউজকে জানান, সিরাজগঞ্জ এবং পাবনার মালিক ও শ্রমিকদের আলাপ আলোচনা করে সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হচ্ছে।

এসজে/এমকেএইচ