ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাটমোহর পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০

পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

সব ক’টি (৯টি) ভোট কেন্দ্রের ফলাফল পাওয়ার পর সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।

বিজয়ী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৮৪২ ভোট।

এছাড়া অন্যান্য প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল (জগ) পেয়েছেন ১৬১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) পেয়েছেন ৮৫ ভোট।

এর আগে সকাল ৮০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের তরফ থেকে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

তবে মেয়র পদের দুই স্বতন্ত্র প্রার্থী সকালেই বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেন। ভোট গ্রহণ শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের জোর করে বের করে দেয়া ও বুথ দখল নিয়ে জোর করে ইভিএমে ভোট নেয়ার অভিযোগ করেন তারা। সকাল সাড়ে ৯টায় চাটমোহর পৌর সদরের সবুজ সংঘ ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে ভোটবর্জনের ঘোষণা দেন বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান।

অন্যদিকে সকাল ১০টার দিকে ছোট শালিখা মহল্লার বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোটবর্জনের ঘোষণা দেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল।

পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১২ হাজার ২৩৭ জন। নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

আমিন ইসলাম/এআরএ/এমকেএইচ