ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক : পাবনার এসপি

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৩ জানুয়ারি ২০২১

পাবনার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম বলেছেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। কাজেই সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে যাওয়া বা সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা করার কোনো অবকাশ নেই।

তিনি বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে পাবনা জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

jagonews24

জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) শামিমা আখতার মিলি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)মাসুদ আলম, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পলিশ সুপার ফিরোজ কবির, রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবাগত পুলিশ সুপার বলেন, সাধারণ জনগণ যাতে কোনো পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে পুলিশ সদস্যদের কাজ করতে হবে।

শুক্রবার (১ জানুয়ারি) পাবনা জেলায় এসপি হিসেবে যোগদান করেন বিসিএস ২৪তম ব্যাচের মোহাম্মদ মহিবুল ইসলাম। যোগদানের পরদিন তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন।

উল্লেখ্য, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে সম্প্রতি পাবনা থেকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়। তার স্থলে যোগদান করলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

আমিন ইসলাম/এসআর/এমএস