ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দেয়াল ধসে প্রাণ গেল শ্রমিকের

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৩ জানুয়ারি ২০২১

 

ফেনীতে দেয়ালচাপা পড়ে হাবিবুর রহমান (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৩ জানুয়ারি) সকালে ফেনী শহরের নাজির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মহিবুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকেই ওই এলাকার উকিল বাড়িতে মেঝে ঢালাইয়ের জন্য মাটি খুঁড়ছিলেন নির্মাণ শ্রমিকরা। এ সময় হঠাৎ পাশের সীমানা প্রাচীর ধসে শ্রমিকদের ওপর পড়ে।

স্থানীয়রা হাবিবুর রহমান ও আরিফ হোসেন নামের দুই শ্রমিককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন এবং আরিফকে হাসপাতালে ভর্তি করান।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসএমএম/জেআইএম